স্মৃতিরাশি
এক পক্ষকাল ধরে আমি তোমার অপেক্ষায়
তোমার অপেক্ষায় রয়েছি দিবারাত্র
শিরিশ গাছের তলার স্মৃতিগুলো
নতুন করে টানে রাতের জোনাকিরা
দিনের শেষের সুর্যটা দেখে তোমার কথা মনে পরে
রাতের চাঁদটা কি এখনও বিষন্নতায় ম্লান?
মনের ধারে বসে থাকা সারি সারি কবিতাগুলো
মিথ্যার দলিল কি ধরা দিল আত্মপ্রত্যয়ে?
কাল আবার দেখা হবে ধূসর স্মৃতির সাথে
তোমাকে কি বলেছে তারা কেমন আছে মন
অনাবিল ধাঁধার মত ছেয়ে আছে সবখানে
শুধু তোমার খোঁজাটাই নেই হৃদয়ের কোনওখানে।
Posted on August 21, 2015, in poetry and tagged Love, Memories, poem, Poetry. Bookmark the permalink. Leave a comment.