একটা বাড়ি
একটা বাড়ি। ভেতরে অনেক ঘর।
ঘরের মধ্যে চার দেওয়াল।
ক্ষয়ে যাওয়া রঙের আস্তরণ,
পরতে পরতে হারিয়ে যাওয়া গল্প,
অজানা কান্নার ছাপ।
ডানাহীন স্বপ্নেরা আজ বাষ্প,
উড়ে বেড়ায় প্রথম প্রেমের সেই নিঃস্বাস।
ফেরিওয়ালা গ্রীষ্মের ধূসর সেই দুপুর,
চিলেকোঠার ঘরে চুনকাম।
সময় যখন ছিল, সময় ছিল না,
সময় এখন আছে, সময় আর নেই।
ঘরগুলি আজ একা, বাড়িটাও নিঃসঙ্গ,
ঋতু বদলের রীতিতেই, ব্যর্থ মনোষ্কাম।
বাড়ির মধ্যে বাড়ি, ঘরের ভেতর ঘর।
সম্পর্কের চোরাবালি,
হাতের মুঠোয় হাজার পৃথিবী,
মনের কোণে শুধু তুমি।
Image Source: Roads And Kingdoms
Posted on June 16, 2017, in poetry. Bookmark the permalink. Leave a comment.