নিস্তরঙ্গ
একরাশ দুঃখের প্যাকেটে
দু’ফোঁটা চোখের জল।
ভীড়ময় রাস্তার ধারে
হাত ধরার অজুহাতে,
আকাশের ওই পারে,
স্মৃতির অবকাশে মিলন।
মন কেমনের পারাপারে
আটকে প্রসঙ্গ
বেঁচে থাকার এই উৎসবে
তোমার ঋতুরঙ্গ।
আসা যাওয়ার মাঝে
ফেরিওয়ালা আজও ডাকে
বনমালী রাধা ছুটে আসে
তোমাকে পাওয়ার বাসনায়।
টেবিলের ওপর ধুলোর কণে,
বইয়ের ডাঁইয়ে, ক্ষণে ক্ষণে,
রাতভোর জীবনের ঢেউ –
নিস্তরঙ্গ মন চলে সমুখপানে।
DISCLAIMER: ALL IMAGES USED IN THIS POST HAVE THEIR RESPECTIVE COPYRIGHTS
Posted on May 30, 2018, in poetry and tagged Love, Memory, poem, Poetry, Rituparno, Rituparno Ghosh, separation, tribute. Bookmark the permalink. Leave a comment.