ধন্যি রাজার দ্বেষে
রাজা চোখে রেখেছি চোখ
দিয়েছি আজ হুঙ্কার
ছিন্নমূলের হকের লড়াই
সইব না হাহাকার
অসম লড়াই, ঘাত-প্রতিঘাত
গা-সওয়া হঠকারী,
রাজপথে আজ যুদ্ধ হবে
চেতনার তরবারি
মানুষ মেরে শান্তির বাণী
তন্ত্রে ছুরিকাঘাত
দ্বেষের বশে দেশের ক্ষতি
ঘনায় বজ্রপাত
রাজার আসন রাজসেবকের
প্রণম্য প্রজার স্বর
কণ্ঠরোধে গণতন্ত্র
কখনও পায়নি জোর
মন ভালো নেই আমার দেশের
দ্বন্দ্ব, উৎপীড়ণ
দড়ির টানে রাজার অহং
সাঙ্গ সমাপন।
Posted on December 16, 2019, in Personal Musings. Bookmark the permalink. Leave a comment.
Leave a comment
Comments 0