Category Archives: poetry
পথিক
দাঁড়াও। ঘুরে তাকাও।
চেয়ে দেখো চারিদিক।
রক্ত। লাশ। ধোঁয়ার সমারহে
খুঁজে নাও নিজেকে ঠিক।
জ্বলছে ভুবন। কাঁদছে দেশ।
হাহাকার দিগ্বদিক।
ক্ষণিক দাঁড়িয়ে সময়।
ভাবলেশহীন, স্ফটিক।
মৃত্যুর অবয়বে জীবনের সংগ্রাম
হেঁটে চলেছে মানুষ।
শূন্যে প্রলয়, থমকে আদিম
শুধু হিংস্রতার জুলুশ।
আজ আছে, কাল নেই।
‘কাল ছিল, কাল নেই।
সত্যের অবকাশে মিথ্যের সুযোগ
চলুক জীবন সেই।
দাঁড়াও। ঘুরে তাকাও।
চেয়ে দেখো চারিদিক।
রক্ত। লাশ। ধোঁয়ার সমারহে
দিকভ্রান্ত আমি, পথিক।
DISCLAIMER: All Images Used in This Post Have Their Respective Copyrights
আলিঙ্গন
বাতাসের আপেক্ষিক আর্দ্রতা আজ কম
শূন্য সারে কলেবর কঙ্কাল শহরের
গুম হাওয়া, ঘুম মেঘ
লুকোচুরি রোদ বৃষ্টির আড়ালে
মন ভাল নেই শহরের
ব্যস্ত দিনের অন্তমিল সফরে
বয়ে চলেছে গড্ডালিকা প্রবাহে
জড়িয়ে ধরার আর্ত হাহাকার
চোখ মেলে চাই সমুখপানে সমরে
হাতের তালু ভিজে উঠেছে বর্ষায়
ঈশান কোণে মেঘের ‘পরে লুকিয়ে
দু-চার ফোঁটা বারির ধারা, মৃতপ্রায়
বাঁচতে চেয়ে চিঠি দিয়েছি তোমাকে
পোষ্টাপিসের মেলেনি আজও উত্তর
শহরজুড়ে নেমেছে আজ বৃষ্টি
আলিঙ্গনে নিরাপত্তার দরবার।