আলিঙ্গন
বাতাসের আপেক্ষিক আর্দ্রতা আজ কম
শূন্য সারে কলেবর কঙ্কাল শহরের
গুম হাওয়া, ঘুম মেঘ
লুকোচুরি রোদ বৃষ্টির আড়ালে
মন ভাল নেই শহরের
ব্যস্ত দিনের অন্তমিল সফরে
বয়ে চলেছে গড্ডালিকা প্রবাহে
জড়িয়ে ধরার আর্ত হাহাকার
চোখ মেলে চাই সমুখপানে সমরে
হাতের তালু ভিজে উঠেছে বর্ষায়
ঈশান কোণে মেঘের ‘পরে লুকিয়ে
দু-চার ফোঁটা বারির ধারা, মৃতপ্রায়
বাঁচতে চেয়ে চিঠি দিয়েছি তোমাকে
পোষ্টাপিসের মেলেনি আজও উত্তর
শহরজুড়ে নেমেছে আজ বৃষ্টি
আলিঙ্গনে নিরাপত্তার দরবার।
Posted on February 24, 2020, in poetry and tagged আলিঙ্গন, Bengali, bengali poem, Bengali poetry, hug, Love, poem, poems, Poetry. Bookmark the permalink. Leave a comment.
Leave a comment
Comments 0